যাও পাখি
যোগাযোগের গতিময়তা ধীরে ধীরে
কমে আসা শুরু করেছে।
আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা বাঁধনের সুতো
দূরত্বের টানে ঢিলে হয়ে এসেছে যদিও
একেবারে ছিঁড়ে যায় নি ,
অদৃশ্য কোন জেদী সূতোর
পাকানো গিঁটের কারনেই হয়তোবা...।
একদিন সেই জেদী সূতো এঁকে বেঁকে
পেঁচিয়ে কেমন ডানা হয়ে যায় -
ছোট দু'টি পা...দু'টি ঠোঁট...
ঠোঁটের ফাঁকে গুঁজে রাখা ভালোবাসা...
সে ফিসফিস করে আমায় বলে,
"বন্ধু, ভালো আছিস তো ?"
আমি বুকের ভেতর হেঁচকা টানের
ব্যথায় কুঁকড়ে উঠি সুখে।
আমার ঢিলেঢালা বাঁধন ফের পোক্ত হয়ে ওঠে।
Comments
আপনার ব্লগের ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্ট কালার কেমন যেনো চোখে লাগে, পড়তে সমস্যা হয়। অন্যদেরও কি?
এ পর্যন্ত সমস্যা হয় তেমন কেউ বলে নি, হা হা হা আসলে পড়েই বা ক'জন? তবে দু'জন দুর্জনের চোখে সমস্যা হয় বলে জানা গেছে।
যেমনঃ
১।আনোয়ার সাদাত শিমুল
২।কনফুসিয়াস !
আমার এক্সপেরিমেন্ট নিয়ে টেনশন মাথায় নিয়ে,কানে গান গুঁজে পদ্য পড়লাম। ভালো লাগলো 'পেঁচিয়ে ডানা হয়ে' যাওয়াটা।
আপনি পড়েছেন জেনে একটু লজ্জা লজ্জা লাগছে, আমার এগুলো কবিতার "ক"ও নয়...আর পড়লেন কি না আপনিই?! থ্যাঙ্কু!
আমার মনও পাখি হয়ে যেতে চায়...
আমার ব্লগস্পট ঘুরে গেলেন...কৃতজ্ঞতা।