"কার ছবি নেই। কেউ কি ছিলো?"


গলার কাছে দলা পাকিয়ে উঠছে কষ্ট...
সঞ্জীব চৌধুরী, আমাদের সঞ্জীব চৌধুরী...
কিছু লিখতেও পারছি না...
কোমা থেকে মিরাকলের মত জেগে উঠে আবার গেয়ে উঠবেন, "আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টিভেজা সুর/ আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর"...এই সব আশা আমাদের মিথ্যে হলো...


আর কিছুই বলার রইলো না।

Comments

. said…
কিচ্ছু ভালো লাগছে না। এমন একজন মানুষ এরকম আচমকা চলে যাবেন? কেনো? সারাদিন দলছুটের গান শুনেছি আজ। মানুষটার ছবির দিকে তাকালেই চোখ ভিজে যাচ্ছে।
আমার খুব প্রিয় একজন শিল্পি। খুব মিস করব দাদা তোকে
Anonymous said…
বুকভাঙ্গা কষ্টের নিচে শুয়ে আছি..
এভাবে হারিয়ে গিয়ে ওনার কি ক্ষতি হল জানি না- কিন্তু আফসোস, একজন লেখক বানাবার মেশিন হারিয়ে গেল! এ অন্যায়, ভারী অন্যায়...!

Popular posts from this blog

হাত বান্দিবো পাও বান্দিবো | শাহ আবদুল করিম

দ্বিধা

রাহেলা