নিরন্তর


ছায়ারা কিংবা রূপকথা আসে না আর,
আসে কেবল নিশিকাব্যর মত ভূতুড়ে অবয়ব।
চাঁদের আলো কবেই বিলীন হয়েছে সোডিয়াম লাইটের কাছে ;
এবার হলুদ আলোয় রহস্য খোঁজার ব্যর্থ চেষ্টায় -
অবশেষে হাসির কাছাকাছি বেঁকে ওঠে ঠোঁট!

তবু শেষ হাসি হাসা হয় না আমার।
এবং তোমার।
অথবা আমাদের।
কিংবা তোমাদের।

Comments

Anonymous said…
ইয়ে, ঠিক মাথায় ল্যান্ড করলো না। [মাথা চুলকাই]
ল্যান্ড না করাই ভালো, মাথার চারপাশে ঘুরাঘুরি করুক বরং। :-)

[খুশকি? না উঁকুন?]
কী জানি বলতে চেয়েছীলাম! :)
Anonymous said…
কপি করা যাবে?

Popular posts from this blog

হাত বান্দিবো পাও বান্দিবো | শাহ আবদুল করিম

দ্বিধা

রাহেলা