আজ পড়ব

অনেক দিন কিছু লেখা হয় না। তার চাইতেও খারাপ যে কিছু পড়াও হয় না।

এমনকি নিয়মিত যে ব্লগের পাতায় ঘোরা প্রতিদিনের সকালের নাস্তার মত হয়ে গিয়েছিলো, ইদানিং পড়া হচ্ছে না তা-ও!

অদ্ভুত।

এবং খুব খারাপ।

আখতারুজ্জামান ইলিয়াসের "রচনাসমগ্র ১" নামিয়ে রেখেছি সেলফ থেকে পরশুদিন। প্রথম পাতার প্রথম লাইন থেকে "মনোরম মনোটোনাস" মাথায় আটকে দিয়েছেন প্রিয় ব্লগার (অবশ্যই লেখক বলা উচিৎ ছিলো, কিন্তু পরিচয় তো ব্লগেই) মুহম্মদ জুবায়ের। এই শব্দদু'টোই ঘুরছে এখনও চর্কির মত। আজ এগুবো। আজ অবশ্যই আরো অনেকদূর পড়ব।

Comments

পড়া হলো কি!!!

আমিও পড়া শুরু করেছিলাম হর্ষ দত্তের 'প্রাণতরঙ্গ', এখনো শেষ করা হয় নি।। :(

ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে..
মৃন্ময়,
ক্ষমা চাইছি এত দেরীর প্রত্যুত্তরের জন্যে। পড়া হয়েছে অনেকটা। তবে আখতারুজ্জামানের পুরো রচনাসমগ্রটা শেষ করি নি এখনও। তার মাঝে শীর্ষেন্দু'র একটা উপন্যাস পেয়ে গেলাম অনেক দিন পর, ওটা পড়ে ফেললাম তাই।

আমার নিজের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসেন বলে অনেক ধন্যবাদ।

তিথি।

Popular posts from this blog

হাত বান্দিবো পাও বান্দিবো | শাহ আবদুল করিম

নজমুল আলবাবের " পাতা ঝরার আগের গল্প" - আমার পাঠ প্রতিক্রিয়া বা স্মৃতির চর্বণ

ক্যাফের শহর মেলবোর্ন