কবিতা, আমার

কবেকার সেই ঘাস হয়ে যাওয়া হৃদয়ে
কুয়াশামগ্ন অথই জলের মতন যে ভালোবাসা,
সেইখানে অকস্মাৎ ভেসে ওঠে অপূর্ব শালুক, বুনোহাঁস-
কবিতা মানেই আমার কাছে জীবনানন্দ দাশ! 

Comments

বাহ, অনেক ভালো হইছে। :)

Popular posts from this blog

হাত বান্দিবো পাও বান্দিবো | শাহ আবদুল করিম

নজমুল আলবাবের " পাতা ঝরার আগের গল্প" - আমার পাঠ প্রতিক্রিয়া বা স্মৃতির চর্বণ

ক্যাফের শহর মেলবোর্ন