ক্যা কোঁ ক্যা কোঁ
আহ!
অবশেষে মৌলবাদী এবং যুদ্ধাপরাধীদের বাঙালী চুড়ান্ত "না" বলতে শিখেছে। এবারের জাতীয় নির্বাচনে তাদের শোচনীয় পরাজয় এইটুকু আশা দেখাচ্ছে, নতুন প্রজন্ম তাদের ক্ষমা করে নি, করবে না। চিহ্নিত এইসব যুদ্ধাপরাধীদের ক্ষমতার আসনে আর তামসা করতে দেখব না। আহা কি শান্তি। মুক্তিযোদ্ধা আলী আমানের পিঠে মারা লাথি এইবার চরম হয়ে গেড়ে বসেছে তাদেরই পিঠে।
আহা কি আনন্দ! ক্যা কোঁ, ক্যা কোঁ!
অবশেষে মৌলবাদী এবং যুদ্ধাপরাধীদের বাঙালী চুড়ান্ত "না" বলতে শিখেছে। এবারের জাতীয় নির্বাচনে তাদের শোচনীয় পরাজয় এইটুকু আশা দেখাচ্ছে, নতুন প্রজন্ম তাদের ক্ষমা করে নি, করবে না। চিহ্নিত এইসব যুদ্ধাপরাধীদের ক্ষমতার আসনে আর তামসা করতে দেখব না। আহা কি শান্তি। মুক্তিযোদ্ধা আলী আমানের পিঠে মারা লাথি এইবার চরম হয়ে গেড়ে বসেছে তাদেরই পিঠে।
আহা কি আনন্দ! ক্যা কোঁ, ক্যা কোঁ!
Comments
বেশ অনেক বছর আগে "সবুজ সাথী" (সম্ববত) নামে একটা নাটক হয়েছিলো, জনকল্যানমূলক ধরনের। রচনায় হুমায়ূন আহমেদ। ওই সময়ে "সবুজ ছাতা" ছিলো সেবামূলক একটা প্রতিষ্ঠানের প্রতীক। সবুজ ছাতা মানেই এখানে স্বাস্থ্যসেবার সুযোগ পাওয়া যাবে, লোগো ছিলো, "সেবা নিন, ভালো থাকুন"।
আর এই নাটকেরই একটা ডায়ালগ ছিলো এই "ক্যা কো ক্যা কো", জাহিদ হাসানের মুখে।