দ্বিধা


কি যেন একটা ঘুরপাক খাচ্ছিলো কদিন ধরে মনের মধ্যে। খুব নরম কিন্তু কাদার মত, একটু পরেই বুঝি শক্ত হয়ে উঠে ঠিক একটা রূপ নেবে আমার মনের হাত ধরে। কিন্তু যখন অবশেষে লিখতে শুরু করলাম নিজের এই আপন পাতায়-- না, রোমান্টিক কিছু নয়, চোখের সামনে কেমন যেন ভেসে উঠছিলো রক্তের ছোপ ছোপ দাগ !

মরছে মানুষ। কেন? ভাইরে, সামনে ইলেকশান না? এদেশে যেখানেই রাজনীতি জড়িয়ে আছে, সেখানেই যে রক্ত ছড়িয়ে যায়! কোন না কোন দল ক্ষমতার নরম গদিতে আরামে পশ্চাতদেশ ডুবিয়ে আস্ফালন করে আর লাভের খাতায় শূণ্য ছেপে রাজপথে নিজ রক্তের তৈলচিত্র আঁকে নির্বোধ জনগন।

কিছু লিখতে গিয়ে নিজের বিক্ষিপ্ত মন নিয়ে যখন খুব বিপদে পড়ে যাই তখন মনে পড়ে খুব বিখ্যাত একটা পংত্তি-- "এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়..."। থমকে ভাবি কিছুক্ষন... এখন যৌবন যার...যুদ্ধ...কিসের জন্যে? এই মরার ইলেকশানের? যেখানে "রাজা যায় রাজা আসে", কিন্তু যুদ্ধের ফল ধরে না?

বড় বেশি বিক্ষিপ্ত আমাদের এই যৌবন। জানিনা, কোথায় কিভাবে শুরু করতে হবে।

Comments

শুরুটা চমৎকার। এবার গড়গড়িয়ে লিখে চল।
চমৎকার লেখার হাত আপনার! আর লিখছেন না কেন?
Anonymous said…
সুন্দর ভাবনা।- - -
লেখার স্টাইলও দারুণ!

Popular posts from this blog

হাত বান্দিবো পাও বান্দিবো | শাহ আবদুল করিম

নজমুল আলবাবের " পাতা ঝরার আগের গল্প" - আমার পাঠ প্রতিক্রিয়া বা স্মৃতির চর্বণ