ম্যাজিকাল মোমেন্ট
প্রতিবার জন্মদিনের আগে আমাদের কমন প্রশ্ন হচ্ছে - “ এবারের জন্মদিনে কি চাস ”? উত্তরটা ও কমন দুজনের তরফ থেকেই , " কিচ্ছু চাই না আমি " । ব্র্যাকেটে " আজীবন ভালোবাসা ছাড়া ! " এবার যখন এই প্রশ্ন এলো , তখন আমি মাসরুফ হোসেন এর " আগস্ট আবছায়া " পড়ছি। জানিও না কোন ফাঁকে দুম করে বলে ফেললাম , " শেলীর কবিতার বই পড়তে চাই। " একটা কিছু উত্তর পেয়ে সে বেশ নড়েচড়ে বসলো , "আর"? " শেলী যদি পড়ি তাহলে কিটসও পড়তে চাই , বাবার মুখে দুই জনের কথাই শুনেছি। " " চমৎকার। আর ?" আমাকে তখন ভু...