Posts

Showing posts from 2016

কবিতা, আমার

কবেকার সেই ঘাস হয়ে যাওয়া হৃদয়ে কুয়াশামগ্ন অথই জলের মতন যে ভালোবাসা, সেইখানে অকস্মাৎ ভেসে ওঠে অপূর্ব শালুক, বুনোহাঁস- কবিতা মানেই আমার কাছে জীবনানন্দ দাশ!